
Admission to Guitar Classes

Guitar Class Rules-2025

২০২৫ সাল এর ফেব্রুয়ারি ১৬ তারিখ থেকে নিচের সব নিয়মাবলী মেনে ক্লাস করতে সকলকে অনুরোধ করা হচ্ছে।
সার্বিক যোগাযোগ:
ক্লাস চলাকালীন সময়ে ক্লাসে লেসন এবং টাস্ক সংক্রান্ত আলাপ আলোচনা করা যাবে। অন্যান্য বিষয়ে যেমন: বেতন, অনুপস্থিতি সংক্রান্ত, ভর্তি বাতিল সংক্রান্ত , ক্লাসের শিডিউল সংক্রান্ত, বন্ধের নোটিশ এবং এমন সকল প্রকার administrational ব্যপার গুলো জানতে বা আলোচনা করতে ০১৬১০২২২২১১ এই নাম্বারে কল অথবা হোয়াটস অ্যাপ অথবা এস এম এস করে আমাদের এডমিন প্রধান "সঞ্জিত সিনহা'র" সাথে কথা বলতে হবে। কোন অবস্থাতেই আমাদের instructor এবং co-instructor দের লেসন ব্যাতিত অন্য কোন বিষয়ে ফোন বা WhatsApp করা যাবে না। ওনাদের কাজ শুধু মাত্র আপনাদের গিটার শেখানো। বাকি সব দায়িত্ব আমাদের এডমিন সঞ্জিত সিনহার। এডমিন এর সাথে কানেক্ট থাকতে +8801610222211 এ কল অথবা WhatsApp করুন। অথবা ওনার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে যুক্ত থাকুন (https://www.facebook.com/sanjitsinha.official)
মাসিক ক্লাসের সংখ্যাঃ
* ৩ টা অফলাইন ১ টা অনলাইন (ধানমন্ডি এবং রামপুরার জন্য)। মোট ৪ টি ক্লাস থাকবে।
* অনলাইন ক্লাস এর জন্য মোট ৪ টি ক্লাস থাকবে মাসে।
মাসিক ফি ও মাসিক ছাড়ঃ
মাসিক ফী সব সময় আমাদের ওয়েব সাইটে দেওয়া বিকাশ/ রকেট/ নগদ একাউন্টে জমা করতে হবে। ক্লাসে কোন প্রকার মাসিক ফি ক্যাশ নেওয়া হয় না। নির্ধারিত মাসিক ফী প্রদান সময়সীমার প্রথমদিন আপনি এস এম এস পাবেন ফী প্রদান প্রসঙ্গে। এস এম এস এ payment method সংক্রান্ত সকল তথ্য দেওয়া থাকবে। সে অনুযায়ী আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে মাসিক ফী পরিশোধ করতে হবে। প্রতি মাসের ২ টি পেমেন্ট সাইকেল থাকবে। যারা মাসের শুরুতে ভর্তি হয়েছেন তাদের মাসিক ফী পরিশোধ করতে হবে প্রতি মাসের ১-৫ তারিখ এবং যারা মাসের মধ্যবর্তী সময়ে ভর্তি হয়েছেন তাদের পরিশোধ করতে হবে ১৬-২০ তারিখ এর মধ্যে। উক্ত সময়সীমার মধ্যে ফী পরিশোধে ব্যার্থ হলে ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। বিশেষ কারণে বিবেচনা সাপেক্ষে জরিমানা (দিন প্রতি ৩০ টাকা) ফী সহ মাসিক ফী গ্রহণ করা হবে। জরিমানা সহ পরিশোধ করতে ব্যার্থ হলে ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। **মাসিক ফি তিন মাসের এক সাথে পরিশোধ করলে ১২% ডিসকাউন্ট থাকবে। (শুধুমাত্র অফলাইন শাখা ধানমন্ডি এবং রামপুরার জন্য)**
ক্লাস উপস্থিথি ও WhatsApp Group:
সকল ছাত্র ছাত্রীদের আমাদের অফিসিয়াল what's app গ্রুপ (GUITAR NEVER LIES Official) এ থাকা বাধ্যতামূলক। এই গ্রুপ এ প্রতি ক্লাস এর আগের দিন পোল এর মাধ্যমে উপস্থিত/অনুপস্থিত জানতে চাওয়া হবে। যা সকল ছাত্র ছাত্রীদের ভোট দিয়ে জানাতে হবে। কোন ছাত্র বা ছাত্রী ভোট না করলে তার ক্লাস বাতিল বলে গণ্য করা হবে। আপনি যদি গ্রুপ এ যুক্ত না হয়ে থাকেন সেক্ষেত্রে এডমিন এর সহায়তা নিতে অনুরোধ থাকলো। ক্লাসে অনুপস্থিত থাকলে সেটা অবশ্যই এডমিন কে অবহিত করতে হবে এবং মেক অপি ক্লাস কিভাবে হবে সেটা জেনে নিতে হবে। পরপর ৩ ক্লাস অনুষ্পস্থিত থাকলে বিনা নোটিশে ভর্তি বাতিল করা হবে। What's app official group এ শুধুমাত্র লেসন সংক্রান্ত এবং মিউজিক সংক্রান্ত টপিক এ কথা বলতে পারবেন। এ ব্যতীত কোন কিছু বলার থাকলে বা জন্য থাকলে সেটা এডমিন কে বলবেন। ক্লাসে অবশ্যই নিজের গীটার নিয়ে আসতে হবে। সে সাথে নোটবুক আনতে হবে। গীটার ছাড়া ক্লাসে প্রবেশ না করতে অনুরোধ রইলো।
শারীরিক অবস্থাঃ
জ্বর সর্দি কাশি এমন উপসর্গ থাকলে ক্লাসে উপস্থিত না হওয়া শ্রেয়। এমন কোনো উপসর্গ থাকলে সেটা অবশ্যই এডমিন কে জানাতে হবে।