২০২৩ সাল এর জানুয়ারি ১ তারিখ থেকে আমাদের এই নিচের সব নিয়মাবলী মেনে ক্লাস করতে সকলকে অনুরোধ করা হচ্ছে।
ভর্তি ফি,মাসিক ফি ও মাসিক ছাড়ঃ
প্রতি মাসের ২ টি পেমেন্ট সাইকেল থাকবে। যারা মাসের শুরুতে ভর্তি হয়েছেন তাদের মাসিক ফী পরিশোধ করতে হবে প্রতি মাসের ১-৫ তারিখ এবং যারা মাসের মধ্যবর্তী সময়ে ভর্তি হয়েছেন তাদের পরিশোধ করতে হবে ১৬-২০ তারিখ এর মধ্যে। উক্ত সময়সীমার মধ্যে ফী পরিশোধে ব্যার্থ হলে ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। বিশেষ কারণে বিবেচনা সাপেক্ষে জরিমানা ফী সহ মাসিক ফী গ্রহণ করা হবে। *** ২ টি পেমেন্ট সাইকেল এর প্রথম দিন অর্থাৎ ১ তারিখ এবং ১৬ তারিখ যারা পেমেন্ট করবেন তাদের জন্য ১০০ টাকা ছাড় থাকবে মাসিক ফী এর উপর। ***
ক্লাস উপস্থিথি ও Facebook Group:
সকল ছাত্র ছাত্রীদের আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ (GUITAR NEVER LIES Official) এ যার যার ক্লাস এর দিন present লিখে পোস্ট করতে হবে। অনুপস্থিত থাকলে absent লিখে পোস্ট করতে হবে। কেও পোস্ট না করলে ক্লাস বাতিল বলে গণ্য করা হবে। আপনি যদি গ্রুপ এ যুক্ত না হয়ে থাকেন সেক্ষেত্রে এডমিন এর সহায়তা নিতে অনুরোধ থাকলো।
সার্বিক যোগাযোগঃ
ক্লাস চলাকালীন সময়ে ক্লাসে লেসন এবং টাস্ক সংক্রান্ত আলাপ আলোচনা করা যাবে। অন্যান্য বিষয়ে যেমন: বেতন, অনুপস্থিতি, ভর্তি বাতিল, ক্লাসের শিডিউল, বন্ধের নোটিশ এবং এমন সকল প্রকার administrational ব্যপার গুলো জানতে বা আলোচনা করতে ০১৬১০২২২২১১ এই নাম্বারে কল অথবা হোয়াটস অ্যাপ অথবা এস এম এস করে আমাদের এডমিন প্রধান "সঞ্জিত সিনহা'র" সাথে কথা বলতে হবে।
মাসিক ক্লাসের সংখ্যাঃ
ক্লাসে উপস্থিত না থাকলেও সপ্তাহের প্রতিটি ক্লাস গণনা করা হবে। ক্লাসে অনুপস্থিত থাকলে সেটা অবশ্যই Facebook group এ জানাতে হবে। এডমিন মেক আপ ক্লাস কিভাবে নেওয়া হবে সেটা জানিয়ে দেবে।
শারীরিক অবস্থাঃ
বর্তমান অবস্থা বিবেচনায় জ্বর সর্দি কাশি এমন উপসর্গ থাকলে ক্লাসে উপস্থিত না হওয়া শ্রেয়। এমন কোনো উপসর্গ থাকলে সেটা অবশ্যই এডমিন কে জানাতে হবে।
মাসিক ফি পরিশোধের মাধ্যমঃ
মাসিক ফী সব সময় আমাদের ওয়েব সাইটে দেওয়া বিকাশ/ রকেট/ নগদ একাউন্টে জমা করতে হবে। ক্লাসে কোন প্রকার মাসিক ফি ক্যাশ নেওয়া হয় না। নির্ধারিত মাসিক ফী প্রদান সময়সীমার প্রথমদিন আপনি এস এম এস পাবেন ফী প্রদান প্রসঙ্গে। এস এম এস এ payment method সংক্রান্ত সকল তথ্য দেওয়া থাকবে।