
Guitar শেখানো আমার নেশা ও পেশা। ২০০২ থেকে আপনাদের ভালবাসায় চলছে আমার ক্লাস।ঈদের ছুটির পরেই যথারীতি আমার Guitar class অফলাইনে ও অনলাইনে শুরু হয়ে যাবে। আজকের পোস্টে সকলে যারা নতুন শিখতে চান সব কিছু জানিয়ে দিচ্ছি, সবাই পুরো পোস্ট পড়ে কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করবেন।
শুক্রবার বিকেল ৩ টায় শুরু হয় ধানমন্ডি কলাবাগান শাখার ক্লাস। আপনারা যারা ধানমন্ডি,মোহাম্মদপুর, মিরপুর, গ্রিন রোড, ঢাকা ইউনিভার্সিটি থেকে আসতে চান এখানে আসা খুবই সহজ। কলাবাগান first lane এ আমি ক্লাস নেই। এটি একটি স্টুডিও বেসড ক্লাসরুম ও সম্পূর্ণ soundproof, শীততাপ নিয়ন্ত্রিত।
ভর্তি ফি ৪০০ এককালীন ও মাসিক ফি ১৭০০ টাকা। মাসে ৩ টি ক্লাস অফলাইন ও একটি অনলাইন।
শনিবার,রামপুরা বিকেল ৩ টা থেকে আমরা ক্লাস শুরু করি। আমি ব্যক্তিগত ভাবে মনে করে এখানে ঢাকা উত্তরের যেকোনো এলাকা থেকে আসা খুবই সহজ। বিটিভি ভবন পার হলেই হাতের অন্যপাশে পলাশবাগ রোড এ আমি ক্লাস নেই। রামপুরা, বনশ্রী, মগবাজার, খিলগা, উত্তরা এমনকি ঢাকার বাইরের বেশির ভাগ স্টুডেন্ট এখানে আসে সহজ যাতায়াত এর জন্য।
এখানে ভর্তি ফি ২০০ টাকা এককালীন ও মাসিক ফি ১৫০০ টাকা। মাসে ৩ টি ক্লাস অফলাইনে ও ১ টি অনলাইন। ক্লাসরুম সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত।
বৃহস্পতিবার অনলাইনে রাত সোয়া নয়টায় আমরা অনলাইনে ক্লাস শুরু করি। বর্তমানে আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্ট অনলাইনে। এখানে যারা যানজট পছন্দ করেন না, যারা চাকরি করেন বা কম সময় পান, যারা ঢাকার বাইরে আছেন তারা ক্লাস করছেন।
অনলাইন ক্লাসের ব্যাকেন্ড এ ফুল সপ্তাহ ওয়েবসাইট একসেস সহ ভিডিও সাপোর্ট থাকে, তাই ক্লাসের কোনো কিছুতে সমস্যা হলেও সব রকম সাপোর্ট পাওয়া যায়।
বৃহস্পতিবার অনলাইনে এককালীন ভর্তি ফি ৪০০ টাকা এবং মাসিক ফি ১৮০০ টাকা। মাসে ক্লাস ৪ টি,ক্লাস হয় স্কাইপে।
প্রতি রবিবার আমরা নতুন শুরু করলাম অনলাইন এক্সক্লুসিভ ক্লাস, শুরু হয় রাত সোয়া নয়টায়।এখানে শুধুমাত্র দেশের বাইরের স্টুডেন্ট রা ক্লাস করছে।
ভর্তি ফি এককালীন ৪০০ টাকা ও মাসিক ফি ২০০০ টাকা।
এখন কিছু কমন জিনিষ বলে দেই, যেমন অফলাইনে আপনার অবশ্যই নিজের গীটার নিয়ে আসতে হবে, আমাদের ক্লাসে ১৫ থেকে ৬৫ বছর অর্থাৎ সব বয়সের স্টুডেন্ট আছে, সো বয়স কোনো ব্যাপার না।
আমাদের ফিক্সড একটা সিলেবাস আছে, সকল ক্লাস আমি individually review করি। সকল শাখার ফি ফিক্সড, অনেক কিছু সমন্বয় করে আমরা মিনিমাম ফি দিয়ে Guitar Never Lies এর ক্লাস চালিয়ে যাচ্ছি।
এখন কথা হলো আপনার মোটিভ যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই এখনই Guitar Never Lies এর ক্লাসে আপনার সুবিধা মতো নিচের লিংকে গিয়ে admission নিন, আর সমস্যা হলে কল দিন ০১৬১০২২২২১১ এই নম্বরে।
Admission link https://www.sazzadarefeen.net/guitar-never-lies