প্রিয় ছাত্র/ছাত্রীবৃন্দ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আমাদের সকল কার্যক্রম ৭ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। ১৬ এপ্রিল থেকে যথারীতি আমাদের সকল কার্যক্রম চালু থাকবে।
মাসিক ফী সংক্রান্ত নোটিশ:
যাদের মাসিক ফী মাসের প্রথম ৫ দিনে পরিশোধ করতে হয় তাদের নির্দেশনা রইলো এপ্রিল মাসের ৩ তারিখ এর মধ্যে ফী পরিশোধ করার জন্য। আমি ৩ তারিখ এর পর দেশে থাকছি না। সুতরাং এডমিনস্ট্রেশন এর সকল কাজ ৩ তারিখ এর মধ্যে সম্পাদন করতে হবে।
আপনাদের যাদের ফী পরিশোধ করতে হবে সকলকে এস এম এস দেওয়া হবে ৩০ মার্চ। অনুগ্রহ করে ৩ এপ্রিল এর মধ্যে সকলে বকেয়া ফী প্রদান করবেন।
ধন্যবাদ
এডমিন (সনজিৎ সিনহা)
01610222211