যুগ যত সামনে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে আমাদের দেশের শ্রোতাদের গান শোনার অভ্যাস দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। এটি দোষারোপ নয়, এটি সামগ্রিক অবক্ষয়। Training your listeners - আমাদের শ্রোতা আমাদের তৈরি করতে হবে এই জিনিসটা ছিল আশি থেকে নব্বই পর্যন্ত। কিভাবে? আমি আপনাদের সামনে "আমার গান শুনতে শেখা"
ছোট আর্টিকেল কয়েক পর্বে তুলে ধরবো।
আমার গান শোনার শুরু স্কুল জীবনে ক্লাস 6-7 এ এক বন্ধু বলেছিল তুই গান শুনিস? আমার বাবা মা দুজনই তখন ক্যাসেট সংগ্রহ করতেন । আমাদের বাসায় বড় ডেক সেট ছিল। সেই সুবাদে শোনা হয়। তখন আমি সোলস , ফিডব্যাক, রেনেসাঁ ছাড়াও আব্বু আম্মুর শোনা ক্লাসিক্যাল কালেকশন কেমন ভূপেন হাজারিকা, হেমন্ত মুখোপাধ্যায়ের এবং অনেকের নাম জানতাম। আমার সেই বন্ধু তখন বলল IRON MAIDEN এর গান শুনে দেখতে।
তখন তো genre বুঝতাম না । তবে আমার কাছে একটু ভারী গান বা আপ বিট এর যেই গানগুলো সেগুলো ভালো লাগতো।
সেই সুবাদে IRON MAIDEN এর ক্যাসেট টেপ খুঁজতে গেলাম মৌচাকের পেছনে আনারকলি মার্কেটে। পেলাম IRON MAIDEN - CAUGHT SOMEWHERE IN TIME album।
বাসায় গিয়ে শুনে তো মাথা নস্ট। এক বারেই fan যাকে বলে। এখান থেকে আমার শুরু। এই ক্যাসেট টি ছিল সিঙ্গাপুর এর মাষ্টার কপি, দাম ছিল ৮০ টাকা - ১৯৯৩ সনে।
এই টাকা কিভাবে পেলাম? প্রতিদিন টিফিনের ৫ টাকা থেকে ২ টাকা করে জমিয়ে আর ঈদ সেলামির টাকায় এই ক্যাসেট কেনা শুরু।

Really cool stuff master