GuitarNeverLies online-Is learning guitar online impossible?
আমাদের অনলাইন ক্লাসের প্ল্যান শুরু আজ থেকে নয়, মূলত ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত যখন আমি এবিসি রেডিও প্রোগ্রাম করতাম , তখন সেই প্রোগ্রামের লেসন গুলো অনলাইনেই দেয়া হতো।
সে সূত্র ধরে অনলাইন ক্লাসের মূল ডিজাইন ২০১৯ সাল থেকে এপ্লাই করা শুরু করি। অফলাইন ক্লাসে যে বেসিক সমস্যা বা পার্থক্য আমরা অনলাইন ক্লাসের সাথে মনে করি বা সেটার সবচেয়ে কমন প্রশ্ন হলো -" অনলাইনে কি গীটার শেখা আসলেই সম্ভব ?"
এই প্রশ্নের মাঝে অনেক সূত্র লুকিয়ে ছিল আজকের সবচেয়ে successful guitar never lies এর অনলাইন ক্লাসের। প্রথমত ক্লাস কে অফলাইনের মতো পুরো ইন্টারেক্টিভ করা, যার জন্য আমার সব ক্লাস আলাদা আলাদা করে রিভিউ করতে হয়ে। আর পর আসলো লেসন দেখানোর পর খাতায় স্টুডেন্টরা কিভাবে লিখবে ? তার জন্য তৈরি করা হলো মোস্ট অ্যাডভান্সড ওয়েবসাইট যেখানে ডকুমেন্ট থেকে ট্যাব,কর্ড ডায়াগ্রাম ইত্যাদি শুধুমাত্র স্টুডেন্ট দেরকে পাসওয়ার্ড দিয়ে দেয়া হয় সেখান থেকে খাতায় লেখার জন্য।
এখন কথা হলো ক্লাস সপ্তাহে একদিন, ক্লাসের পরেও বুঝতে সমস্যা হয়ে গেলে কি করবেন? আর জন্য প্রতিটি লেসন এর ডকুমেন্ট লিংক ছাড়াও করা আছে ভিডিও সাপোর্ট। সাথে আছে স্টুডেন্ট দেরকে আলোচনা করতে দেবার জন্য WhatsApp group।
Guitar Never Lies online এর কোনো সীমানা নেই, কোনো ট্রাফিক নেই, কোনো ঝড় বৃষ্টি পার হয়ে ব্রাঞ্চ এ আসার কষ্ট নেই। শুধু প্রয়োজন এটি ইন্টারনেট কানেকশন আর ফোন, সাথে গীটার। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এটি অনেক সাশ্রয়ী,আপনার যাওয়া আসার ভাড়া একটু হিসেব করুন !
বর্তমান সময়ে সবচেয়ে dedicated,regular ও ভালো পারফরমেন্স পেয়েছি আমি online class এর স্টুডেন্টদের কাছ থেকে। এখন সময় পাল্টে যাচ্ছে, তাই শেখার ধারাও আপগ্রেড হচ্ছে। মজার ব্যাপার হলো আমাদের অফলাইন ক্লাস থেকেও অনেক স্টুডেন্ট ট্রান্সফার করে অনলাইনে চলে আসছেন।
আমাদের বাংলাদেশের সকল প্রান্ত থেকে এখন প্রতি বৃহস্পতিবার অনলাইন ক্লাস চলছে। আর প্রতি রবিবার দেশের বাইরে যারা থাকেন তাদের জন্য ক্লাস। ২ দিনই বাংলাদেশে সময় রাত ৯.১৫ থেকে ক্লাস শুরু হয়।
সুতরাং, Learning guitar is way more possible with Guitar Never Lies!
Admission detail -https://www.sazzadarefeen.net/guitar-never-lies