Guitar শিখতে হলে পড়াশুনা বা কাজের ক্ষতি হয়?
অনেকে মনে করেন guitar শিখতে গেলে অনেক সময় দিতে হবে, পড়াশুনা বা চাকরীর জন্য সময় হবেনা না ইত্যাদি।
গীটার শেখার জন্য সময় বা তার চেয়েও বেশি প্রয়োজন ধৈর্য। কারণ আপনার ধৈর্য দিয়ে লেসন প্র্যাকটিস করতে হবে, আর সময় নির্ধারণ করবেন আপনি নিজেই, সেটা প্রতিদিন হতে হবে, ১০ মিনিট হলেও চলবে। আমরা এরচেয়ে অনেক বেশি সময় সোশ্যাল নেটওয়ার্কে পরচর্চা করে নষ্ট করি।
আমার 2 যুগের শেখানোর অভিজ্ঞতায় আমি সকল ধরনের স্টুডেন্ট পেয়েছি, যাদের অনেক সময় আছে , আবার যারা অনেক ব্যস্ত। সবচেয়ে মজার ব্যাপার হলো যারা অনেক ব্যস্ত হয়ে তাদের time management অনেক ভালো হয়, আর কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের বসবাস , সেই ক্ষেত্রে instructions অনুযায়ী practice না করলে আর সামনে যাওয়া হয় না। আর গীটার তো আপনার একান্ত নিজের জিনিষ,নিজের জীবনের সঙ্গী হয়ে থাকবে। আপনার যখন কোনো কিছুই ভালো লাগবেনা সেই হবে আপনার ভালোলাগার খোরাক।
আমি আমার স্টুডেন্ট দের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স পেয়েছি বুয়েট , ঢাকা ইউনিভার্সিটি এর স্টুডেন্টদের মধ্যে , এমনকি যারা চাকরি করেন তারা আরো বেশি ভেলো করে আসছেন।
আট থেকে ৬৫ -সকল বয়সের সকল রকম স্টুডেন্ট দেখে আসছি এই একই কাঠামোতে, তবে Guitar Never Lies এমন একটি প্ল্যান, যা আপনাকে ফুল একটা সিস্টেমের মধ্যে থাকতে বাধ্য করবে। আর নাহলে আপনি ঝরে যাবেন।
সুতরাং যাদের ধৈর্য আছে তারাই আমাদের সাথে ক্লাসে যুক্ত হবেন।